সিদ্ধিরগঞ্জে নাসিক ২নং ওয়ার্ডস্থ মিজমিজিতে টিকা কেন্দ্রে আগত শিশু ও মায়েদের স্বাস্থ্য সুরক্ষায় হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার, মাস্ক, নতুন বছরের দিনপঞ্জিকা ও শিশুদের চকলেট বিতরণ করেছেন নাসিক কাউন্সিলর প্রার্থী আবু বকর সিদ্দিক আবুল। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) হাম-রুমেলা টিকা নিতে আসা শিশুদের সকাল ৯টা থেকে এ সুরক্ষা সামগ্রী প্রদানের কার্যক্রম শুরু করা হয়। যা চলবে আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফজলু, হাকীম, ফিরোজ, হৃদয়, আলামিন, নাজমুল, মামুন, মামুন-২, মিশাল, রাসেল, ফরহাদ, হৃদয়-২, ফাহাদ ও রবিউল।
এসময় ২নং ওয়ার্ড শান্তি সংগঠনের সভাপতি আবু বকর সিদ্দিক (আবুল) বলেন, সংসদ সদস্য শামীম ওসমানের আহ্বানে সাধারণ মানুষকে করোনামুক্ত রাখতে এবং এর সংক্রমণ ঠেকাতে যুবসমাজের সহযোগিতায় আমি এই উদ্যোগ নিয়েছি। আমার এই কার্যক্রম আগামী জানুয়ারির ২৪ তারিখ পর্যন্ত চলমান থাকবে। যাতে জনসাধারণের কোনো ধরনের সমস্যা না হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার