গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের সূচনা হয়। বুধবার সকালে গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সূচনা হয়।
পরে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কালিয়াকৈর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপজেলা প্রশাসন, বীর মুক্তিযুদ্ধা, আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন, বিএনপির বিভিন্ন সংগঠন, কালিয়াকৈর প্রেসক্লাব, কালিয়াকৈর পৌরসভা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ,উপজেলার বিভিন্ন সংগঠনের লোকজন স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। অপরদিকে উপজেলা চত্বরে উপজেলা প্রশাসন আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন এবং পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আদনান চৌধুরী, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তারসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/হিমেল