ময়মনসিংহের ফুলপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে উৎসবমুখর ও প্রাণবন্তকর পরিবেশে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। বুধবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনি ও সকাল ৭টায় ভাষা সৈনিক এম শামছুল হক চত্বর সংলগ্ন স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির সূচনা করা হয়।
উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা কমাণ্ডার, ফুলপুর থানা প্রশাসন, পৌরসভা, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, জাতীয় পার্টি, উপজেলা বিএনপি, ডিফেন্স এক্স সোলজার ওয়েলফেয়ার এসোসিয়েশন, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্য পরিষদ, বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ সহযোগি সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এনজিও সংস্থার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্প স্তবক অর্পণের পর এক মিনিট নীরবতা পালন করে শহীদদের আত্মার মাগফিরাতের লক্ষ্যে মুনাজাত করা হয়। তারপর উপজেলা পরিষদ ভবনের সামনে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, মেয়র আমিনুল হক, সহকারি কমিশনার (ভূমি) ফাতেমা তুজ- জোহরা, সিনিয়র পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) দীপক চন্দ্র মজুমদার, ওসি ইমারত হোসেন গাজী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ হাকিম সরকার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ ও গ্রামাউসের নির্বাহী পরিচালক আব্দুল খালেক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আনিছুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি, পৌর আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি শশধর সেন, সাধারণ সম্পাদক বাদশা আলমগীর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানজিল আহমেদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, ব্যবসায়ী সমিতির সভাপতি রাসেল আহাম্মেদ রয়েল, উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক এটিএম রফিকুল করিম নোমান প্রমুখ।
এর আগে ১৫ ডিসেম্বর উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকারের উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে ফুলপুরের আড়াইশ মুক্তিযোদ্ধাকে শাড়ি, লুঙ্গি, রজনীগন্ধ্যার স্টিকার ও ইউএনও’র শুভেচ্ছা বার্তা প্রদান করা হয়। তাছাড়া চিত্রাঙ্কণ, রচনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। দিবসটি উপলক্ষে বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ, মুক্তিযুদ্ধ বিষয়ক ডকুমেন্টারী ও বঙ্গবন্ধু বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন, হাসপাতাল ও বিভিন্ন এতিমখানায় উন্নত খাবার পরিবেশন করাসহ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ