বরগুনায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষে বরগুনা জেলা প্রশাসন, রাজনৈতিক, পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন।
এ দিন সকাল ৬টায় পুলিশ লাইনে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। এরপরে সকাল ৮টায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
বিজয় দিবসের অন্যান্য কর্মসূচির মধ্য ছিল রচনা প্রতিযোগিতা, ছবি আঁকাসহ মুক্তিযুদ্ধ ভিত্তিক শিশু কিশোরদের বিভিন্ন প্রতিযোগিতার। এছাড়া এতিমখানা, কারাগার, হাসপাতালে উন্নতমানের খাবার বিতরণ, মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর