নানা আয়োজনের মধ্যে দিয়ে ফেনীতে মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে। বিজয়ের ৪৯ বছর পূর্তিতে দিবসের প্রথম প্রহর ভোর সাড়ে ৭টায় মুক্তিযুদ্ধে শহীদ স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।
পরে শহরের জেল রোডে অবস্থিত মুক্তিযুদ্ধ শহীদ স্মৃতিস্তম্ভে একে একে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, ফেনী জেলা আওয়ামী লীগ, জেলা বিএনপি, ফেনী প্রেস ক্লাব, জেলা পরিষদসহ সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
একই সময় মুক্তিযুদ্ধ শহীদ স্মৃতিস্তম্ভে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে বিজয়ের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
বিডি প্রতিদিন/হিমেল