নেত্রকোনায় বিজয় দিবসে এ বছর করোনাকালীন সময়ে সকল আনুষ্ঠানিকতা ছোট পরিসরে উদযাপিত হয়েছে। বুধবার সকালে দিবসটি উপলক্ষে সাতপাই স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সকল স্তরের জনতা।
এছাড়াও জেলা প্রশাসকের উদ্যোগে কালেক্টরেট প্রাঙ্গণে অবস্থিত স্মৃতিসৌধে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন দপ্তরের শ্রদ্ধা নিবেদন করা হয়।
এর আগে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি অনুষ্ঠিত হয়। পরে বেলা ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজি আবদুর রহমান।
এসময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরাসরি উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, পুলিশ সুপার মোঃ আকবর আলী মুনসী সহ অন্যরা।
এছাড়াও ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত রয়েছেন মুক্তিযোদ্ধা কমান্ডারের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। সংরক্ষিত আসনের এমপি হাবিবা রহমান খান শেফালী। সভার শুরুতে সকল শহীদদের আত্মার প্রতি সন্মান জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এছাড়াও অন্যান্য বছরের ন্যায় জেলখানাসহ শিশু পরিবার ও হাসপাতালে উন্নত খাবার পরিবেশন কার্যক্রম পরিচালনা করেন জেলা প্রশাসন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ