মহান বিজয় দিবসে ব্যাতিক্রমী আয়োজনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্বরণ করল লক্ষ্মীপুরের বিভিন্ন স্তরের মানুষ।
বুধবার সকালে শহীদ স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা, গণকবরে শহীদদের মাগফেরাত কামনায় দোয়া, শহরে বিজয় র্যালি, মুক্তিযোদ্ধাদের সম্মাননা, স্যালুট প্রদর্শন, মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার শপথসহ নানা আয়োজনে দিবসটি পালন করছেন স্থানীয় প্রশাসন, রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবীসহ বিভিন্ন সংগঠন।
এদিন সবচেয়ে ব্যতিক্রমী আয়োজন করেন আমরা ক’জন মুজিব সেনা নামীয় সংগঠন। সকালে শহরের বাগবাড়িস্থ গণকবরে ’৭১ এর শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। পরে শহরে বিজয় র্যালি বের করে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন তারা। এসময় উপস্থিত ২০ জন মুক্তিযোদ্ধাকে উত্তরীয় পরিয়ে সম্মাননা জানিয়ে স্যালুট প্রদর্শন করা হয়। মুক্তিযোদ্ধারা জাতীয় পতাকার সম্মান অক্ষুণ্ন রাখতে নতুন প্রজম্মের হাতে জাতীয় পতাকা তুলে দেন।
এসময় মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে শপথ করানো হয়। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে উগ্রমৌলবাদী রাষ্ট্রে পরিণত করতে না দেওয়া, মাদক, সন্ত্রাস ও দুর্নীতিকে না বলা, কিশোর গ্যাং ও ইভটিজিং প্রতিরোধে আইনের পাশাপাশি সামাজিক সচেতনতায় প্রত্যেকে নিয়োজিত থাকা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রায় সরকারের সহযোগী হিসেবে থেকে সোনার বাংলা গঠনে কাজ করার শপথ করেন মুক্তিযোদ্ধা ও শত শত তরুণ প্রজম্মের মুজিব সেনা।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি জসীম উদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধা রাজ্জাকুল হায়দার, মাহবুবুল আলম, বছির মাস্টার প্রমুখ।
এদিকে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে নানা আয়োজনে দিবসটি পালন করা হচ্ছে।
বিডি প্রতিদিন/কালাম