নেত্রকোনায় "জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জন" শীর্ষক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
বুধবার বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এই আলোচনা সভার আয়োজন করে।
এতে জেলা প্রশাসক কাজি আবদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মো. নুরুল আমীন, স্থানীয় সরকারের উপ পরিচালক জিয়া আহমেদ সুমন, পৌর মেয়র নজরুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাহমুদ, রাজস্ব মো. দেওয়ান তাজুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ সুহেল মাহমুদ, প্রবীণ আওয়ামী লীগ নেতা শাহজাহান কাদের, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম, রেড ক্রিসেন্ট সোসাইটির সম্পাদক গাজী মোজাম্মেল হক টুকু, কৃষকলীগের সভাপতি কেশব রঞ্জন সরকারসহ অন্যান্যরা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ