খাগড়াছড়িতে মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ শিশু একাডেমীর উদ্যোগে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
এতে সভাপতিত্ব করেন শিশু একাডেমীর কর্মকর্তা উংষানু মারমা। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। আর বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক হাবিব উল্লাহ মারুফ।
পরে জেলা প্রশাসক চিত্রাঙ্কন, রচনাসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী ৩৮ জনের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এর আগে বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসক এক ভার্চুয়াল আলোচনা সভা করেন। এদিকে জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরাও সীমিত আকারে সামাজিক দূরত্ব বজায় রেখে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করেন।
বিডি প্রতিদিন/আবু জাফর