যথাযোগ্য মর্যাদায় মেহেরপুরে মহান বিজয় দিবস পালিত হয়েছে। এদিন সূর্যোদয়ের সাথে সাথে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর শহীদ স্মৃতিসৌধ পুষ্পমাল্য অর্পণ করা হয়। করোনাভাইরাসের কারণে দিবসটি সীমিত আকারে পালিত হয়।
আজ বুধবার সকালে মেহেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান। এরপর জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার এসএম মুরাদ আলি পুষ্পমাল্য অর্পণ করেন।
পরে সেখানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা, মেহেরপুর জেলা আওয়ামী লীগ, শহর আওয়ামী লীগ, যুবলীগ, মেহেরপুর জেলা বিএনপি, মেহেরপুর সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন।
বিডি প্রতিদিন/আবু জাফর