শেরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার সকাল সাড়ে ৭টায় জেলা শহরের মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক।
এরপর জেলা প্রশাসক আনার কলি মাহবুব, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি-বেসরকারি শিকষা প্রতিষ্ঠন, প্রশাসনিক দপ্তর, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে সকাল ৮টায় সার্কিট হাউজে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সকাল দশটায় বিজয় দিবস উদযাপন সম্পর্কিত ভার্চুয়াল আলোচনা ও সাংস্কৃত্কি অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাছাড়া জেলার অন্যান্য উপজেলাতে ও যথাযত মর্যাদায় বিজয় দিবস পালনের খবর পাওয়া গেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার