বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি খাগড়াছড়ি জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়। খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে বৃহস্পতিবার অনুষ্ঠিত প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ত্রিনা চাকমা।
সভায় খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশাপূর্ণ চাকমাকে সভাপতি ও খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ইউসুফ আলী আদনানকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
সভায় খাগড়াছড়ি জেলায় অবস্থিত ৫টি মাধ্যমিক স্কুলের শিক্ষক প্রতিনিধিরা অংশ নেয়। এতে উপস্থিত অর্ধশতাধিক প্রতিনিধির সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠিত হয়।
বিডি প্রতিদিন/ফারজানা