দিনাজপুরের হাকিমপুরে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১১টার দিকে হাকিমপুর হাসপাতাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
হাকিমপুর থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, বুধবার রাত ১১টার দিকে হাকিমপুরের হিলি সিপি মোড়ে অজ্ঞাত বৃদ্ধ ব্যক্তিকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে হিলি হাসপাতালে নিয়ে আসে। কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ মৃত ব্যক্তির মরদেহ উদ্ধার করে। এখন পর্যন্ত মরদেহটির কোন পরিচয় পাওয়া যায়নি।
তিনি আরও জানান, মৃত ব্যক্তির কাঁধে একটি ব্যাগ ছিল, তাতে ধারণা করা যাচ্ছে তিনি একজন ভিক্ষুক। ভিক্ষা করে তিনি জীবিকা নির্বাহ করতেন। মৃত ব্যক্তির পরিচয় পেলে তার পরিবারের নিকট মরদেহটি তুলে দেওয়া হবে।
বিডি প্রতিদিন/আল আমীন