ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় নির্মাণাধীন সড়কে কাজে শেষ না হতেই ফাটল দেখা দিয়েছে। আর.সি.সি. ঢালাইয়ের পরেও অল্প সময়ে ফাটল দেখা দেয়ায় কতটুকু টিকবে তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। কাজের মান নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
জানা যায়, উপজেলা সদরের মাঝ দিয়ে বাজার রাস্তা ও নদীর পাড় হয়ে শ্মশানঘাট দিয়ে উপজেলা মোড় পর্যন্ত রাস্তাটির ৩টি গলি সোনালী ব্যাংকের সামনে প্রধান সড়কে সংযুক্ত হয়েছে। ইউটিএম ও আইডিপি প্রকল্পের আওতায় প্রায় ১ হাজার ৩৪০ মিটার রাস্তাটি টেন্ডারের মাধ্যমে ৭৭ লক্ষ ৩ হাজার ৬ শত ৭৪ টাকা ব্যয়ে এসআরএস কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করছে।
স্থানীয় একাধিক ব্যক্তি জানান, এ রাস্তাটির কাজে অনিয়ম স্পষ্ট হয়ে উঠেছে। ঢালাইয়ের পরে রাস্তাটিতে পানি ব্যবহারের পরিবর্তে বিভিন্ন খাল বিল থেকে কচুরিপানা এনে রাস্তার উপর দেওয়া হয়েছিল। পরে আর রাস্তাটিতে পানি দেওয়া হয়নি ফলে ঢালাইয়ে ফাটল দেখা দিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী শাহিনূর ফেরদৌস বাংলাদেশ প্রতিদিনকে বলেন, রাস্তা ঢালাইয়ের কাজের কাঠ তুলে নেয়ার ফলে উপরের মুখে লেয়ার পড়ে ফাটল দেখা দিয়েছে। ফাটল কেটে দিয়ে ফিনিসিং দিয়ে সোজা করে বিটুমিন দেওয়া হবে। এটা কোনো ত্রুটি নয়।
বিডি প্রতিনিধি/আবু জাফর