ফরিদপুরের নগরকান্দা উপজেলায় অসহায় দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ফিউচার ফাউন্ডেশন। বুধবার দুপুরে নগরকান্দা উপজেলা হল রুমে অসহায় শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতি প্রু, উপজেলা ভ‚মি কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল, নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. সোহেল রানা, নগরকান্দা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আবু বকর মিয়া, নগরকান্দা কলেজের অধ্যক্ষ কাজী আফতাব হোসেন, জেলা পরিষদের সদস্য আনজুমান আরা বেগম, ফিউচার ফাউন্ডেশনের দাতা সদস্য গোলাম মাওলা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির, প্রবীণ সাংবাদিক রেজাউল করিম, সাংবাদিক বোরহান আনিস, ফিউচার ফাউন্ডেশনের পরিচালক মাহফুজুর রহমান। অনুষ্ঠানে ফরিদপুরের নগরকান্দা উপজেলার অসহায় ২ শতাধিক নারী-পুরুষের মাঝে লেপ বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/আল আমীন