গাজীপুরের কালিয়াকৈরে দীর্ঘ ১৭ বছর পর উপজেলা ও পৌর শাখার জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
গতকাল বিএনপির গুলশান কার্যালয়ে কেন্দ্রীয় যুবদল ও গাজীপুর জেলা যুবদলের যৌথসভায় এ সিদ্ধান্ত হয়।
গাজীপুর জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম মনির ও সাধারণ সম্পাদক মাসুদ রানা কমিটির অনুমোদন দেন।
মোঃ তপন খানকে আহ্বায়ক ও মোঃ রফিকুল ইসলাম রফিককে সদস্য সচিব করে উপজেলা যুবদলের ৪১ সদস্য বিশিষ্ট কমিটি এবং মোঃ জয়নাল আবেদীনকে আহ্বায়ক ও মোঃ আমজাদ হোসেনকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট যুবদলের পৌর শাখার কমিটি গঠিত হয়েছে।
গাজীপুর জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম মনির কমিটির গঠনের বিষয়টি নিশ্চিত করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন