কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে হাত বাঁধা অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার জেলার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর পল্লী বিদ্যুত অফিসের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মহাসড়কের পাশে মরদেহটি পড়ে ছিল।
সদর দক্ষিণ মডেল থানার ওসি দেবাশীষ বিশ্বাস জানান, নারীর বয়স আনুমানিক ৩০ বছর। তিনি বোরকা পরিহিত ছিলেন। তার হাত বাঁধা ছিল। শরীরে কোন আঘাতের চিহ্ন নেই।
ধারণা করা হচ্ছে, রাতের যে কোনও সময় শ্বাসরোধে হত্যা করে দুর্বৃত্তরা মরদেহ এখানে ফেলে যায়। বিকাল পর্যন্ত উদ্ধার করা নারীর পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার