ময়মনসিংহ নগরীর কেওয়াটখালী থেকে গুলি ভর্তি বিদেশী পিস্তল, দেশীয় অস্ত্র এবং মাদকসহ তিনজনকে আটক করেছে র্যাব-১৪। বুধবার ভোরে ওই এলাকার ওয়াপদার মোড় থেকে তাদের আটক করা হয়।
বুধবার দুপুরে র্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়। আটককৃতরা হলেন- মো: শাকিব (২০), হাবিবুর রহমান (২৬), এবং মোঃ সুজন মিয়া (৩৮)।
সংবাদ সম্মেলনে র্যাব -১৪ অধিনায়ক ইফতেখার উদ্দিন জানান, তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে ডাকাতি, অস্ত্র ও মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার