কুড়িগ্রামে নদী ভাঙনের শিকার ভূমিহীন পরিবারদের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে জেলা সদরের ভেলাকোপা এলাকায় বাংলাদেশ ভূমিহীন সমিতি কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে বক্তব্য রাখেন ভূমিহীন সমিতি জেলা শাখার সভাপতি মো. নূরনবী সরকার, সাধারণ সম্পাদক মুকবুল হোসেন, ভূমিহীন নেতা আব্দুর রশিদ সরকার, অ্যাডভোকেট মো. লুৎফর রহমান, বেনজীর আহমেদ ও নাজমুল হক প্রমুখ।
বক্তারা অবিলম্বে নদী ভাঙনের শিকার ভূমিহীন পরিবারগুলোকে পুনর্বাসনের দাবি জানান। এসময় সমাবেশে নদী ভাঙনের শিকার অনেক পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই