মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার ও সরকারের দেওয়া প্রতিশ্রুতির অংশ হিসেবে গোপালগঞ্জে চলমান গৃহ নির্মাণ কার্যক্রমের অগ্রগতি বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলায় চলমান গৃহ নির্মাণ কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
তিনি বলেন, মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার ও সরকারের দেওয়া প্রতিশ্রুতির অংশ হিসেবে গোপালগঞ্জে ৭৮৭টি ভূমিহীন পরিবার আবাসন পাবেন। দুই শতাংশ জমিতে দুই কক্ষ বিশিষ্ট এসব ঘরে যাবতীয় সুযোগ সুবিধা রাখা হয়েছে। প্রতি ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা।
এ সময় গোপালগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসা. শাম্মি আকতারসহ প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই