বরিশালের আগৈলঝাড়া-রাজিহার সড়কের বাঘপাড়া এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাসুদেব বিশ্বাস (৪৫) নামে এক সহকারি শিক্ষক নিহত হয়েছে। দুর্ঘটনায় একই স্কুলের প্রধান শিক্ষক বাবুল সরদার গুরুতর আহত হয়। বুধবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। হতাহতরা আগৈলঝাড়া উপজেলার রাংতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। নিহত বাসুদেব উপজেলার রাজিহার ইউনিয়নের রামানন্দেরআঁক গ্রামের হীরালাল বিশ্বাসের ছেলে।
আগৈলঝাড়া থানার ওসি গোলাম ছরোয়ার জানান, উপজেলা শিক্ষা অফিস থেকে শিক্ষার্থীদের নতুন বছরের বই উত্তোলন করে ভ্যান যোগে পাঠিয়ে মোটরসাইকেলে নিজেদের স্কুলে ফিরছিলেন ওই দুই শিক্ষক। বাঘপাড়া অতিক্রমকালে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ওই দুইজন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. সৈকত জয়ধর সিহকারী শিক্ষক বাসুদেব বিশ্বাসকে মৃত ঘোষণা করেন।
অপর আহত প্রধান শিক্ষক বাবুল সরদারকে গুরুতর অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘাতক ট্রাক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানান ওসি।
বিডি প্রতিদিন/আল আমীন