ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ ও জনগণের দোরগোড়ায় সেবা নিশ্চিতকরণের লক্ষে জেলা প্রশাসকের কার্যালয়সমূহের রেকর্ড রুমকে ডিজিটাল রেকর্ডরুমে রুপান্তরিত করতে সরকারের কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামসহ দেশের ২১ জেলায় ডিজিটাল রেকর্ডরুমের উদ্বোধন করা হয়েছে। ঢাকা ভূমি মন্ত্রণালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বুধবার দুপুরে একযোগে বৃহত্তর রংপুর বিভাগের কয়েকটি জেলাসহ কুড়িগ্রাম জেলার রেকর্ড রুমের উদ্বোধন করেন ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন ভূমি সচিব মাকছুদুর রহমান পাটোয়ারী এবং কুড়িগ্রাম প্রান্তে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিলুফা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল দত্ত প্রমুখ। উদ্বোধনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিলুফা সুলতানা বলেন, কুড়িগ্রামে ইতিমধ্যেই অনলাইনে মোট ৯,৩৬,৫৭৪টি খতিয়ান অন্তর্র্ভূক্ত করা হয়েছে। আর অনলাইনে আবেদন পাওয়া গেছে ৮হাজার ৯৬৫টি যাদের মধ্যে বিতরণ করা হয়েছে ৬ হাজার ১৫৪টি।
বিডি প্রতিদিন/আল আমীন