ফরিদপুরের মধুখালীতে সোশিও-ইকোনমিক রিইন্টিগ্রেশন অব রিটার্ন ওয়ার্কার্স অব বাংলাদেশ ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আওতায় ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ড্যানিশ অ্যাম্বাসির আর্থিক সহযোগিতায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে বুধবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।
ফরিদপুর জেলা ব্র্যাক সমন্বয়কারী মো. আসাদুল্লাহর সভাপতিত্বে ও ফরিদপুর জেলা ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ম্যানেজার খালিদ মো. সাইফুল্লার সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তফা মনোয়ার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোরশেদা আক্তার মিনা, মধুখালী থানার ওসি মো. আমিনুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু।
আরও বক্তব্য রাখেন কামালদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হবিবুল বাশার, জাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্যা মো. ইসহাক হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া খাতুন, মধুখালী বাজার বণিক সমবায় সমিতির সভাপতি আবুল বাশার বাদশা, বিদেশ ফেরতদের মধ্যে মিন্টু এবং জাহানারা বেগম, ব্র্যাকের আব্দুল্লাহ মুহাম্মাদ কুরাইশী ও স্কর্না পারভীন প্রমুখ।
বক্তারা বিদেশ গমনের আগে কর্মস্থল, বেতন এবং মালিক সম্পর্কে ভালো মতো যাচাই-বাছাই পূর্বক বিদেশ গমনের ওপর জোর দিয়ে বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/এমআই