মাদকদ্রব্য বহন ও সেবনের দায়ে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হাতিবান্দা ইউনিয়ের ৯ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য খোকন মিয়াকে (৫১) ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৩ ডিসেম্ভর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল মাহমুদ এ কারাদণ্ড দেন। খোকন উপজেলার হাতিবান্দা ইউনিয়ের লয়খা এলাকার মৃত আ. বারিকের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, খোকন মিয়ার বসতঘর থেকে ১০০ গ্রাম গাঁজাসহ সেবনরত অবস্থায় তাকে আটক করা হয়। নেশা করার দায় স্বীকার করায় তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করা হয়। ওই মেম্বারকে জেলা হাজতে পাঠানো হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শেরপুরের সহকারী পরিচালক মো. মশিউর রহমান সোহেল ও পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. এনামুল হক।
বিডি প্রতিদিন/এ মজুমদার