করোনার কারণে পাল্টে গেছে পুরো শিক্ষা ব্যবস্থার চিত্র। প্রায় বছর ধরেই বন্ধ সকল শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের সুরক্ষায় আগামী বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত ছুটি বর্ধিত করেছে সরকার। এ দিকে শিক্ষার্থীদের হাতে ২০২১ শিক্ষাবর্ষের নতুন পাঠ্যবই তুলে দিতে সম্পন্ন করা হয়েছে সকল প্রক্রিয়াও।
এবার ‘বই উৎসব’ ছাড়াই বিতরণ করা হবে নতুন বই। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ইতিমধ্যে সিলেটের বিশ্বনাথ উপজেলায় শুরু হয়েছে বিতরণ কার্যক্রম। এ বছর এ উপজেলার ৫০ হাজার শিক্ষার্থীরা পাচ্ছে নতুন পাঠ্যবই।
উপজেলা শিক্ষা অফিস সূত্র জানায়, মোট ১৩৩ টি প্রাথমিক বিদ্যালয়ের ২৩ হাজার ৯শত ১৭জন, ৩২টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৯ হাজার ১শ ও ১৬টি মাদরাসার (ইবতেদায়ী ও দাখিল) ১১ হাজার ৬শ’সহ মোট ৫৬ হাজার ৬শত ১৭জন শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হবে ২০২১ শিক্ষাবর্ষের নতুন পাঠ্যবই। করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য বিধি অনুসরণ করে এ গুলো বিতরণ করার কথা রয়েছে।
চাহিদা অনুযায়ী উপজেলা থেকে প্রতিষ্ঠান প্রধানদের মাধ্যমে স্ব-স্ব প্রতিষ্ঠানে পৌঁছে যাবে বই। নির্দেশনা দেয়া আছে, প্রতিষ্ঠান থেকে অভিভাবকরা শিক্ষার্থীদের পক্ষে স্বাস্থ্যবিধি মেনে বই গ্রহণ করার।
এ বিষয়ে কথা হলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব ‘বাংলাদেশ প্রতিদিন’কে বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা মোতাবেক এ বছর ‘বই উৎসব’ পালন করা হবে। আমরা তালিকা অনুযায়ী প্রত্যেক প্রতিষ্ঠানে বই পাঠিয়ে দেব। প্রতিষ্ঠান প্রধানরা সরকারি নির্দেশনা মেনে ‘বই উৎসব’ ছাড়াই এ গুলো বিতরণ করবেন।
বিডি প্রতিদিন/আবু জাফর