ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ৪৮তম মাসিক সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল আলম।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী আব্দুল হামিদ, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল আল বাকী ও প্রশাসনিক কর্মকর্তা রতীশ চন্দ্র রায়।
এসময় জেলা পরিষদের পাঁচজন সদস্যসহ ২১ জন সদস্য উপস্থিত ছিলেন। জেলা পরিষদের সদস্যরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে দেশব্যাপী যুগান্তরকারী উন্নয়ন কর্মকাণ্ডের জন্য প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে সকলের প্রতি আহ্বান জানান।
বিডি প্রতিদিন/এমআই