মুন্সীগঞ্জ জেলা সদরের মিরকামিদ পৌরসভাস্থ রিকাবী বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪৪৫ জন শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে।
পুরাতন বছর শেষ হতে না হতেই নতুন বছরকে বরণ করার জন্য দরিদ্র ও মেধাবী ছাত্র ছাত্রীদের নতুন পোশাক উপহার দেওয়া হয়। প্রতি বছরের ন্যায় এ বছরও ২৮ ডিসেম্বর সোমবার দুপুরে বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে পৌরসভার মেয়র ও বিদ্যালয়টির পরিচালনা কমিটির সভাপতি শহিদুল ইসলাম শাহীনের পৃষ্ঠপোষকতায় বিনামূল্যে এসব স্কুল ড্রেস বিতরণ করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন মীরকাদিম পৌরসভার মেয়র শহিদুল ইসলাম শাহীন। এসময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী ও অভিভাবকগণ। মেয়র শাহীনের আর্থিক সহায়তায় টানা নয় বছর ধরে উক্ত বিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়ে আসছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন