বরিশাল নগরীর একটি আবাসিক হোটেল থেকে জালাল উদ্দিন (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে নগরীর হেমায়েত উদ্দিন রোডের আরজু বোর্ডিং থেকে তার লাশ উদ্ধার করে কোতয়ালী মডেল থানা পুলিশ।
মৃত জালাল উদ্দিন গৌরনদী উপজেলার মৃত মিলন সরদারের ছেলে এবং পেশায় একজন মাস্ক ব্যবসায়ী ছিলেন। নগরীর বিভিন্ন এলাকায় মাস্ক বিক্রি করতেন।
আরজু বোর্ডিংয়ের কর্মচারী মোহাম্মদ ফয়সাল জানান, ১৬ ডিসেম্বর জালাল উদ্দিন ওই হোটেলের ১৮ নম্বর কক্ষে ওঠেন। সোমবার সকালে তৃতীয় তলার কক্ষ পরিষ্কার করতে গিয়ে পরিচ্ছন্নতা কর্মীরা খোলা জানালা দিয়ে ১৮ নম্বর কক্ষের ভেতরে একটি নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে।
কোতয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম জানান, মৃতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবুও তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া প্রয়োজন। এ কারণে তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।
বিডি প্রতিদিন/আল আমীন