নাটোর সদর উপজেলার বড়হরিশপুর ইউনিয়নে এক হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতারণ করছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম। সোমবার বিকেলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এমপির পক্ষ থেকে নাটোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম নিজ অর্থায়নে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের শীতার্ত এক হাজার মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ পিপি, নাটোর পৌরসভার সুযোগ্য পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, নাটোর জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মর্তুজা আলী বাবলু, দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস ও উপদপ্তর সম্পাদক আকরামুল ইসলাম স্বপ্নীল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু ও সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান আলমগীর এবং সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আল সাকিব বাকী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম রেজা।
বিডি প্রতিদিন/আল আমীন