ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার ভোরে উপজেলার ইসলামাবাদ থেকে চোরাইকৃত একটি পিকআপ গাড়িসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো নারায়ণগঞ্জের পাচরুখী গ্রামের মোঃ মাসুম ও ঝালকাঠীর রামচন্দ্রপুর গ্রামের কুদ্দস সরদার।
সরাইল থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সরাইল থানা পুলিশ ইসলামাবাদ এলাকায় তল্লাশি চৌকি বসিয়ে নারায়ণগঞ্জ থেকে চুরি হওয়া একটি পিকআপ গাড়িসহ তাদের ২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক চুরিসহ বিভিন্ন মামলা রয়েছে। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন