বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সাবেক সাংসদ ডা. মোজাম্মেল হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ রবিবার। তিনি সমাজকল্যণ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও বাগেরহাট জেলা আওয়ামী লীগের একটানা ৪০ বছরের সভাপতির দায়িত্ব পালন করেছেন।
২০২০ সালের এই দিনে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। তার বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। বার্ধক্যজনিত নানা জটিলতার কারণে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।
ডা. মোজাম্মেল হোসেন ১৮৭৯ সাল থেকে আমৃত্যু বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। তার বাড়ি মোরেলগঞ্জের কচুবুনিয়া গ্রামে হলেও ১৯৯১ সালে তিনি প্রথম এমপি নির্বাচিত হন বাগেরহাট-১ (চিতলমারি, মোল্লাহাট ও ফকিরহাট) আসনে।
১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে তিনি বাগেরহট-৪ আসনের এমপি নির্বাচিত হন। ১৯৯৬ সালে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন তিনি।
ডা. মোজাম্মেল হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকীতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভা মেয়র এসএম মনিরুল হক তালুকদার তার কবর জিয়ারত করেছেন। এ ছাড়াও দিনভর কোরআন ও বিশেষ দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই