বরগুনার তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের মালিপাড়া গ্রামে বাক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আজ দুই সন্তানের জনক জামালকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া জানান, ১ জানুয়ারি ওই কিশোরী ধর্ষণের শিকার হলেও আমরা অভিযোগ পেয়েছি ৯ জানুয়ারি। তাৎক্ষণিকভাবে ধর্ষককে গ্রেফতারে অভিযান চালিয়ে আজ সকালে গ্রেফতার করি।
মামলার বাদী কিশোরীর মা জানান, আমরা বাড়িতে না থাকায় পাশের বাড়ির মোতালেবের ছেলে জামাল আমার প্রতিবন্ধী মেয়েকে নির্যাতন করে। প্রথম পর্যায়ে মেয়ে ওর দাদীকে বলার চেষ্টা করলে বুঝতে পারেনি, যার জন্য মামলা করতে দেরী হয়েছে। থানার সূত্রে জানা গেছে, জামাল পুলিশের নিকট অভিযোগের সত্যতা স্বীকার করেছে।
বিডি প্রতিদিন/আল আমীন