লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দইখাওয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে আমির হোসেন নামে এক ব্যক্তির বাড়ি থেকে ৪ ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। আর অনুপ্রবেশকারীদের নিজ বাড়িতে স্থান দেওয়ায় বাড়ির মালিক আমির হোসেনকেও আটক করা হয়েছে।
আটক ভারতীয় নাগরিকরা হলেন- জয়নাল আবেদিন (৪৫), আলমগীর হোসেন (২০), রেজাউল (১৮) ও তৈয়ব আলী। তাদের বাড়ি ভারতীয় নাগরিকদের বাড়ি কোচবিহার জেলার শিতলকুচি থানার গিতালদহের বড় মরিচাগ্রামে। আর বাংলাদেশি নাগরিক হলেন আমির হোসেন (২৬)।
আটককৃতরা ভারত হতে গরু পাচার করে বাংলাদেশে পৌঁছে দিয়ে আমির হোসেনের বাড়িতে অবস্থান করছিল। তাদের আটক করে বিজিবি হাতিবান্ধা থানায় সোপর্দ করেছে।
এ বিষয়ে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ এরশাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দইখাওয়া সীমান্তে বিজিবি ৪ ভারতীয় নাগরিককে আটক করে থানায় প্রেরণ করেছে। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করার দায়ে তাদের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় মামলা দায়ের হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর