বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে স্মৃতিচারণ করতে গিয়ে আওয়ামী লীগের প্রবীণ নেতা সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ এমপি বলেছেন, ১৬ ডিসেম্বরের মধ্য দিয়ে বিজয় এলেও বিজয়ের পূর্ণতা পেয়েছে ১০ জানুয়ারি জাতির জনকের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে। ওই দিন বঙ্গবন্ধু স্বাধীন দেশের মাটি প্রথম স্পর্শ করেন। সেদিন তোফায়েল আহমেদসহ জাতীয় ৪ নেতা বঙ্গবন্ধুকে প্রথম অভ্যার্থনা জানিয়েছিলেন বলেও উল্লেখ করেন তোফায়েল আহমেদ।
আজ রবিবার ভোলা জেলাস্কুল মাঠে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তোফায়েল আহমেদ তার ঢাকার বনানীর বাসা থেকে টেলিকনফারেন্সে এসব কথা বলেন।
জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি দোস্ত মাহমুদের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, ভোলা জেলা আওয়ামী লীগ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ্যাডভোকেট আশরাফ হোসেন লাবু, এ্যাডভোকেট জুলফিকার আহমেদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, পৌরমেয়র ও জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মনিরুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ।
সমাবেশ শেষে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা প্রায় অর্ধলক্ষাধিক নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে আনন্দ শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।
বিডি প্রতিদিন/হিমেল