জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কিশোরগঞ্জ জেলা কৃষকলীগের উদ্যোগে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কৃষকলীগের সভাপতি আহমেদ উল্লাহ।
কিশোরগঞ্জ জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন বাচ্চুর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক এম এ হানিফ, আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক দীপক দাস, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন।
আরও বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষকলীগের সভাপতি কামাল পাশা, সহ-সভাপতি আক্তারুজ্জামান শিপন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম হেভেন, বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি খলিল মাস্টার, শহর কৃষকলীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
আলোচনা সভা শেষে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের কয়েকশ প্রান্তিক কৃষকের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এমআই