পটুয়াখালীর বাউফল উপজেলার তেঁতুলিয়া নদীতে ঢাকা-পায়রাবন্দর রুটের যাত্রীবাহী একটি ডাবল ডেকার লঞ্চের ধাক্কায় মনির হোসেন (৩৫) নামের এক জেলে নিখোঁজ হয়েছেন। শনিবার দিবাগত রাত পৌনে বারোটার দিকে উপজেলার তেঁতুলিয়া নদীর চর-কলাগাছিয়া পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। মনির উপজেলার কেশবপুর গ্রামের আব্দুল সত্তার মৃধার ছেলে।
প্রত্যক্ষদর্শী জেলে রাসেল মৃধা সাংবাদিকদের জানান, তিনি (রাসেল) জসিম ও মনির নামের তিন জেলে শনিবার দিবাগত রাতে নৌকা নিয়ে তেঁতুলিয়া নদীতে মাছ শিকার করতে নামেন। রাত পৌনে বারোটার দিকে নৌকাটি তেঁতুলিয়া নদীর চর-কলাগাছিয়া পয়েন্টে অবস্থান করলে ঢাকা থেকে কলাপাড়ার উদ্যেশ্যে ছেড়ে আসা এ্যাডভেঞ্চার-১১ নামের লঞ্চটি নিয়ন্ত্রণ হারিয়ে নৌকাটির উপর উঠিয়ে দেয়। এ সময় নৌকাটি ভেঙ্গে পানিতে ডুবে গেলে তিনি (রাসেল) ও জসিম পানিতে লাফ দেয়। কিছু সময় পর স্থানীয় মাছ ধরার একটি ট্রলার তাদের দুইজনকে উদ্ধার করলেও নিখোঁজ রয়েছে মনির। রবিবার বিকেল তিনটা পর্যন্ত নিখোঁজ জেলে মনিরের কোন সন্ধান পাওয়া যায়নি।
এ বিষয়ে অভিযুক্ত এ্যাডভেঞ্চার-১১ লঞ্চ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পটুয়াখালী নদী বন্দরের উপ পরিচালক খাজা সাদিকুর রহমান বলেন, ঘটনাটি এখন পর্যন্ত ভাল ভাবে জানিনা। তবে যাত্রীবাহি লঞ্চ চলাচলকৃত নৌ পথে দিনে অথবা রাতে কোন সময়েই নৌকা চলাচল করতে পারবে না। এটা আইনত নিষিদ্ধ। তার পরেও স্থানীয় প্রশাসন এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নিবে।
বিডি প্রতিদিন/হিমেল