কক্সবাজারের টেকনাফের বরইতলী এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালিয়ে মিয়ানমারের ১১৩ ক্যান আন্দামান গোল্ড বিয়ারসহ দুইজনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫) এর সদস্যরা।
শনিবার রাতে সদর ইউনিয়নের উত্তর বড়ইতলি এলাকা থেকে বিয়ারসহ তাদের আটক করা হয়। তারা হলেন- উপজেলার হ্নীলা ইউনিয়নের দরগা পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা মৃত মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ নুর (২২) ও একই এলাকার মৃত লাল মিয়ার ছেলে চালক মো. সাকের (৩৮)।
রবিবার বিকালে এ তথ্যটি নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব-১৫ ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিদেশি বিয়ারসহ তাদের আটক করা হয়। তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর