বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নেত্রকোনায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। রবিবার সকালে শহরের ছোট বাজার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ও তেরীবাজার সেক্টর কমান্ডার ফোরামের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়েছে। এছাড়াও কেন্দুয়াসহ বিভিন্ন উপজেলায় দিবসটি পালন করা হয়। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়।
জেলা সেক্টর কমান্ডার ফোরামের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ফোরামের সভাপতি ও সাবেক জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শামছুজ্জোহা, সাবেক কমান্ডার হায়দার জাহান চৌধুরী, মো. আইয়ুব আলী সহ সংগঠনের মুক্তিযোদ্ধাবৃন্দ। পরে বিকালে ৩ টায় জেলা সেক্টর কমান্ডারস ফোরামের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/হিমেল