জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আজ রবিবার বিকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের সঞ্চালনায় সভায় আরও বক্তব্যে রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও সহ-সভাপতি সায়েদুল ইসলাম বকুল ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন, মহসীনুল হাসান বাবু, সাংগঠনিক সম্পাদক কাজী জাদিদ আল রহমান জনি।
এছাড়াও সভায় আরও বক্তব্য রাখেন, বাঞ্ছারামপুর পৌর মেয়র ও সাংগঠনিক সম্পাদক তফাজ্জল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মাহবুবুর রহমান উজ্জল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মাহমুদুল হাসান ভূঁইয়া, উপজেলা শ্রমিকলীগ আহ্বায়ক সৈয়দ আঃ আজিজ, ছাত্রলীগ সভাপতি জুয়েল আহমেদ, সাধারণ সম্পাদক আলাউদ্দিন সরকার, পৌর ছাত্রলীগ সভাপতি এমএস রানা, সাধারণ সম্পাদক আ. রাজ্জাক, কলেজ ছাত্রলীগ সভাপতি জামাল হায়দার, সাধারণ সম্পাদক রুমেল আহমেদ আমান প্রমুখ।
বিডি প্রতিদিন/আবু জাফর