বগুড়া পৌরসভা থেকে অটোরিকশা-ভ্যান-ইজিবাইকের ট্রেড লাইসেন্স প্রদানসহ ৫ দফা দাবিতে পদযাত্রা করেছে অটোরিকশা-ভ্যান শ্রমিক ও মালিক সংগ্রাম পরিষদ।
রবিবার বেলা ১১টায় বগুড়া শহরের বনানীতে সমাবেশ শেষে কলোনি, ঠনঠনিয়া বাসস্ট্যান্ড ও মফিজ পাগলা মোড়ে পথসভা ও সাতমাথায় সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগ্রাম পরিষদের আহ্বায়ক কবির হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শ্রমিক নেতা আব্দুল হাইয়ের পরিচালনায় বক্তব্য রাখেন শ্রমিক নেতা মাসুদ পারভেজ, আমিনুল ইসলাম, প্রভাষক রঞ্জন কুমার দে, শিক্ষানবীশ আইনজীবী দিলরুবা নূরী, অটোরিকশা মালিক রাফিউল আলম সুমন, আবুল কাশেম, ফারুকুল ইসলাম মিন্টু, আরমান, শ্রমিক শাহাজাহান মোল্লা, নূরনবী ও রুমেল প্রমুখ।
দাবিগুলোর মধ্যে রয়েছে অটোরিকশা ভাঙচুর বন্ধ, শ্রমিকদের শারীরিক-মানসিক নির্যাতন বন্ধ করা, রাস্তায় মোটরসাইকেলসহ গাড়ি পার্কিং বন্ধ করা ও ফুটপাত দখলমুক্ত করা।
বক্তারা বলেন, শহরের যানজট দূর করার নামে প্রশাসন শহরের প্রাণ কেন্দ্রে অটোরিকশা-ভ্যান ঢুকতে দিচ্ছে না। অথচ যানজটের জন্য দায়ী অপ্রতুল রাস্তা। এর পাশাপাশি শহরের অভিজাত রেস্টুরেন্ট, বেসরকারি হাসপাতাল, ব্যাংক, শপিং মলের সামনে রাস্তা দখল করে মোটরসাইকেল ও গাড়ি পার্কিং করে রাখা হয়। ফুটপাতগুলো ব্যবসায়ীদের দখলে।
এদিকে পৌর কর্তৃপক্ষের কোনো নজর নাই। তারা মিথ্যা অজুহাতে অটোরিকশা-ভ্যানকে অবৈধ ঘোষণা করে কয়েক লাখ মানুষের জীবন অনিশ্চিত করে তুলেছে। এসব যানবাহন আমদানি করা, দেশের অভ্যন্তরে ক্রয়-বিক্রয়ে সরকারি কোনো নিষেধাজ্ঞা নেই। তাহলে এসব রাস্তায় চালানো অবৈধ কেন তা বোধগম্য নয়।
বিডি প্রতিদিন/এমআই