বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইব্নে ইউসুফ স্বরণে আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়া শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার বেলা ২টার দিকে সদর উপজেলার গেরদা ইউনিয়ন বিএনপির উদ্যোগে স্থানীয় আব্দুল খালেক উচ্চ বিদ্যালয় মাঠে এসব কর্মসূচি পালন করা হয়।
গেরদা ইউনিয়ন বিএনপির নেতা মো. সরোয়ার মাষ্টার এর সভাপতিত্বে স্বরণসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. আব্দুল লতিফ মিয়া, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক একে কিবরিয়া স্বপন, গেরদা ইউপি সাবেক চেয়ারম্যান মো.সেলিম মিয়া, কোতয়ালী বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুর রহমান রানু মিয়া, ছাত্রদলের কেন্দ্রীয় নেতা মো. ইউসুফ, মহিলা নেত্রী নাজরিন রহমান, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, আব্দুল খালেক ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সেলিম মিয়া, স্থানীয় যুবদল নেতা মাসুদ মোল্যা প্রমূখ। এর আগে চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্বরণে ১ মিনিট নিরাবতা পালন করা হয়। আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে গেরদা ইউনিয়নের হতদরিদ্র ৬ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল