ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
রবিবার সকালে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য বিএম ফরহাদ হোসেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. রাফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও উপজেলার ধরমন্ডল ইউপি চেয়ারম্যান বাহার উদ্দিন চৌধুরীর পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা মো. জিতু মিয়া।
আরও বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার রায়, সৈয়দ লিয়াকত আব্বাস টিপু, সাংস্কৃতিক সম্পাদক অরুণ জ্যোতি ভট্টাচার্য, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দ হামিদা লতিফ পান্না, ইউপি চেয়ারম্যান ওয়াছ আলী, প্রভাষক ছোয়াব আহমেদ হৃতুল, রুবেল মিয়া, দেওয়ান আতিকুর রহমান আঁখি, উপজেলা যুবলীগ নেতা অঞ্জন কুমার দেব, রায়হান আলী ভুইয়া, স্বেচ্ছাসেবক নেতা প্রভাষক নির্মল চৌধুরী ও ছাত্রলীগ নেতা নাসিরউদ্দিন রানা প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই