মুন্সীগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করা হয়েছে। জেলা শহরসহ বিভিন্ন উপজেলা ও পৌরসভা পর্যায়ে র্যালি ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
রবিবার বিকালে দিবসটি তাৎপর্য তুলে ধরে শহরের জেলা মুক্তিযুদ্ধা সংসদের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস। এসময় তার সর্মথিক নেতাকর্মীদের উপস্থিতে আলোচনা সভা জনসভায় রুপ নেয়।
এছাড়াও জেলা আওয়ামী লীগের পক্ষ থেকেও দিবসটি পালন করা হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. মহিউদ্দিন তার দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার