ব্রাহ্মণবাড়িয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
সভায় জেলা প্রশাসক হায়াৎ উদ দৌলা খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আনিসুর রহমান, পৌর মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমুখ।
সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বিভিন্ন সিদ্ধান্ত ও পরিকল্পনা গ্রহণ করা হয়। এছাড়াও সভায় স্বাধীন বাংলাদেশের প্রেক্ষাপটে বঙ্গবন্ধুর প্রত্যাবর্তনের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরেন বক্তারা।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই