বাগেরহাটের মোংলায় মুদি ব্যবসায়ী শেখ আলী আজমকে (৫২) হত্যায় পলাতক আসামি ভাতিজা শেখ ইয়াসিনকে (২৫) গ্রেফতার করেছে র্যাব-৬।
শনিবার বিকেলে বাগেরহাটের কাটাখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে মোংলা থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
র্যাব-৬ জানায়, গত ২৪ ডিসেম্বর রাতে মোংলার দিগরাজ এলাকার মুদি ব্যবসায়ী শেখ আলী আজম দোকানের পাওনা টাকা চাওয়ায় আপন ছোট ভাই শেখ ফরিদের (৪৮) সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে ছোট ভাই ফরিদ ও তার ছেলে শেখ ইয়াসিন তাকে মারধর এবং কুপিয়ে জখম করে।
পরে তাকে গুরুতর অবস্তায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর গত ২৬ ডিসেম্বর ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে ওইদিন রাতে মোংলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলায় শেখ ফরিদ ও ফরিদের ছেলে ইয়াসিনকে আসামি করা হয়। মামলার ১৪ দিনের মাথায় পলাতক আসামি শেখ ইয়াসিনকে শনিবার বিকেলে বাগেরহাটের কাটাখালী এলাকা থেকে গ্রেফতার করে র্যাব সদস্যরা। অপরদিকে মামলার ১ নম্বর আসামি শেখ ফরিদকে গ্রেফতারে র্যাবের গোয়েন্দা অভিযান অব্যাহত রয়েছে বলেও জানায় র্যাব।
বিডি প্রতিদিন/এমআই