কুমিল্লার নাঙ্গলকোটে গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী ‘ঠাণ্ডা কালীর মেলা’ এবছর বসছে না। করোনা মহামারির কারণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা লামইয়া সাইফুল স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জানা যায়, ব্রিটিশ শাসনামল থেকেই প্রতি বছর বাংলা সনের মাঘ মাসের এক তারিখে উপজেলার ঢালুয়া ইউপির মোগরা গ্রামের খোলা মাঠে বিশাল এলাকাজুড়ে এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এটি দক্ষিণ কুমিল্লার সবচেয়ে বড় মেলা। দেশের বিভিন্ন জেলা থেকে লাখ লাখ মানুষ হরেক রকম পণ্য বেঁচা-কেনা করতে এ মেলায় ভীড় জমায়।
নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা লামইয়া সাইফুল জানান, মেলাটির আয়োজন করতে পারলে ইজারা বাবদ সরকারে রাজস্ব আয় হতো। কিন্তু আমরা করোনা মহামারির জনগণের কথা চিন্তা করে লোকসমাগম না করতে মেলার আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছি।
বিডি প্রতিদিন/হিমেল