কোভিড-১৯ ও ডেঙ্গু প্রতিরোধ সম্পর্কিত সচেতনতা বিষয়ে জামালপুরের সাংবাদিকদের সাথে দিনব্যাপী কর্মশালা করেছে স্বাস্থ্য বিভাগ।
বুধবার সকালে জামালপুর সিভিল সার্জন কার্যালয়ের বীর মুক্তিযোদ্ধা ডা. নজরুল ইসলাম মিলনায়তনে সাংবাদিকদের সাথে দিনব্যাপী কর্মশালায় সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব এসএম জাহাঙ্গির হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর সহকারি প্রধান মোখলেছুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা: শফিকুজ্জামান, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক শোয়েব হোসেন, সাংবাদিক কামাল হোসেন, এম. সুলতান আলম, সায্যাদ আনসারী, শুভ্র মেহেদী, ফজলে এলাহী মাকাম, তানভীর আহমেদ হীরা প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, কোভিড-১৯ ও ডেঙ্গু আক্রান্ত হয়ে শারীরিক কষ্ট এবং অর্থ ব্যয়ের চাইতে এসব রোগ প্রতিরোধে সচেতন হওয়াটাই সবচেয়ে জরুরি। তাই কোভিড-১৯ ও ডেঙ্গু প্রতিরোধে আতঙ্কিত না হয়ে সচেতন থেকে সরকারি নির্দেশনা ও ডাক্তারের পরামর্শ মেনে চলার আহ্বান জানান।
বিডি প্রতিদিন/এ মজুমদার