কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ট্রান্সফরমার ত্রুটির কারণে বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনাটি মঙ্গলবার গভীর রাতে উপজেলার জয়মনিরহাট এলাকার বড় খাটামারী গ্রামে ঘটে। নিহত ব্যক্তির নাম জয়েন উদ্দিন (৫৫)। তিনি ওই এলাকার মৃত তমেজ উদ্দিন মন্ডলের ছেলে বলে জানা গেছে। একটি ট্রান্সফরমারের যান্ত্রিক ত্রুটি থেকে বিদ্যুতের শটসার্কিট হলে এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, মঙ্গলবার গভীর রাতে উপজেলার জয়মনিরহাটে বড় খাটামারী গ্রামে শর্ট সার্কিটের মাধ্যমে একটি ট্রান্সফরমারে আগুন লাগে এবং ট্রান্সফরমারের সাথে সংযুক্ত ৭টি বাড়ি সেসময় বিদ্যুতায়িত হয়। এ সময় মর্জিনা নামের এক নারীর বাড়িতে বিদ্যুত শট সার্কিটে আগুন লাগে। চিৎকার শুনে পার্শ্ববতী জয়েন উদ্দিন তার ঘর থেকে দৌড়ে এসে তার পাশের একটি ঘরের টিনের বেড়া স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
এ ব্যাপারে ভূরুঙ্গামারী থানার ওসি আতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার