১৭ জানুয়ারি, ২০২১ ১৬:৩৩

নীলফামারীতে উপজেলার পরিষদ এসোসিয়েশনের মতবিনিময়

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে উপজেলার পরিষদ 
এসোসিয়েশনের মতবিনিময়

উপজেলা পরিষদকে কার্যকর করতে চেয়ারম্যানদের উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালনের দাবিতে নীলফামারী উপজেলার পরিষদ এসোসিয়েশনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে  জেলা শহরের ডায়াবেটিক হাসপাতালের সম্মেলন কক্ষে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। 

এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ। এ সময় ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, জলঢাকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর ও কিশোরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ আবুল কালাম বারী পাইলট বক্তব্য দেন। 

আব্দুল ওয়াহেদ সরকার বাহাদুর বলেন, উপজেলা পরিষদের কমিটিগুলোতে বা বিভিন্ন সমন্বয় সভায় চেয়ারম্যান সভাপতি হওয়ার কথা কিন্তু আমরা দেখছি উল্টো সেখানে সভাপতিত্ব করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। মুলত চেয়ারম্যানদের পরিষদ চালানো এবং ইউএনও সাচিবিক দায়িত্ব পালন করার কথা। আমরা সঠিকভাবে দায়িত্ব পালন করতে চাই কারণ জনগণের ভোট নিয়ে আমরা নির্বাচিত হয়ে এসেছি এখানে। 
মতবিনিময় সভায়  ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। 

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর