নির্বাচিত জনপ্রতিনিধিদের নেতৃত্বে উপজেলা পরিষদের সকল প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনার দাবিতে শেরপুরে জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিশিষ্টজনদের সাথে উপজেলা পরিষদ এসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ এসোসিয়েশন, শেরপুর জেলা শাখার উদ্যোগে প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এসময় লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের জেলা শাখার সভাপতি ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। মতবিনিময় সভায় পাঁচ উপজেলার চেয়ারম্যান, পুরুষ ও মহিলা ভাইস-চেয়ারম্যানগণসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন